কলকাতার সিনেমায় আবারো কাজ করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘মানুষ’। বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় টালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিতের বিপরীতে তিনি অভিনয় করবেন বলে জানা গেছে।
সিনেমাটি প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিতস ফিল্মওয়ার্ক্স প্রাইভেট লিমিডেট’।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠানের ফেইসবুক পেজে সিনেমাটির মূল চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। তাতে চমক হিসেবে দেখা যায় মিমের নাম। এতে আরও অভিনয় করছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজের ওই ঘোষণাটি নিজের টাইমলাইনে শেয়ার করার পর জিতের সঙ্গে একটি ছবিও আপলোড দিয়েছেন মিম। সাম্প্রতিক সময়ে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা ক্যাপশনে লিখেছেন, আমার পরবর্তী কাজ মানুষ, যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।