ভারতের এক সময়ের দাক্ষিণাত্য প্রদেশ থেকে একসঙ্গে দুটি পুরস্কার নিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে হায়দরাবাদে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ ‘মৈত্রী পুরস্কার’ ও সেরা অভিনেত্রীর স্বীকৃতি দেয়া হয় তাকে।
ভারত থেকেই অনুভূতি জানিয়ে মিথিলা বললেন, ‘মৈত্রী পদকটি পেলাম দুই বাংলায় অভিনয়ের সুবাদে। শুধু সিনেমা না, যেকোনো মাধ্যমে অনবদ্য অভিনয়ের জন্য। যেমন আমি সিনেমার পাশাপাশি দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এ সম্মাননা দেওয়া হয়েছে। আর সেরা সহঅভিনেত্রীর পুরস্কারটি পেয়েছি ‘মায়া’ ছবিতে অভিনয়ের জন্য।
বলার জন্য বলা না, পুরস্কার অবশ্যই উৎসাহ বাড়ায়। তাছাড়া সিনেমার জন্য এটা আমার প্রথম কোনো স্বীকৃতি। এর ফলে নতুন কাজের স্পৃহা তৈরি হলো। এটা বাড়তি দায়িত্বও বটে। চেষ্টা করবো সেই দায়িত্ব বুঝে ভালো কাজের প্রয়াস চালিয়ে যেতে।
মিথিলার ভাষ্য, ‘দুই বাংলায় অভিনয়ের সুবাদে পুরস্কারটি পেয়েছি। সিনেমার পাশাপাশি আমি দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এ সম্মাননা দেওয়া হয়েছে। আর উৎসবে প্রদর্শনের পর দর্শক-সমালোচকরা সবাই সিনেমাটির প্রশংসা করেছেন। বিষয়টি সত্যি আমার জন্য অনেক আনন্দের ও গর্বের।’
প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানেও মিথিলা অভিনীত একটি ছবি অংশ নিচ্ছে। ছবিটির নাম ‘নীতিশাস্ত্র’। অরুনাভ খাসনবিশ পরিচালিত এই অ্যান্থলজি ফিল্মে মিথিলা অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।