×

জাতীয়

দূতাবাসে ভুল তথ্য সরবরাহ করছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

দূতাবাসে ভুল তথ্য সরবরাহ করছে বিএনপি

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘গেল কয়েক দিন বিভিন্ন দূতাবাসে ভুল তথ্য সরবরাহ করেছেন বিএনপি নেতারা। প্রকৃত সত্য জানাতেই বিদেশি কূটনীতিকদের চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বিএনপি নেতাদের গ্রেপ্তারের ব্যাখ্যা দেয়া হয়েছে। এ ছাড়া দেশে কোনো আশঙ্কাজনক পরিস্থিতি নেই।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠক শেষে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ আগে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে গত ৭ ডিসেম্বর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সরকার ঢাকায় থাকা কূটনৈতিক মিশনগুলোতে চিঠি পাঠিয়েছে। এতে চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের কারণও ব্যাখ্যা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App