×

জাতীয়

জামায়াতে ইসলামীর আমির ৭ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

জামায়াতে ইসলামীর আমির ৭ দিনের রিমান্ডে

ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ী থানায় ছেলের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এরআগে এদিন বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে জামাতে আমিরকে সিএমএম আদালতে হাজির করে হাজতখানায় নেয়া হয়। পরে ৩ টা ৪০ মিনিটের দিকে এজলাসে তোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার শফিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান রিমান্ডের তথ্য জানান।

এদিকে এদিন জামাতে আমিরের হাজিরাকে কেন্দ্র করে আদালতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশসহ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আসামিকে আনা নেয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।

এরআগে গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামাতের আমিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।

মামলা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় জামায়াতের আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুই জনকে গ্রেপ্তার করে তিন দফায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তারা কারাগারে। যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলায় ডা. মো. শফিকুরকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো জানা যায়, ২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন ডা. রাফাত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ‘আরএসও’ নেতাদের সঙ্গে বৈঠকও করেন জামাতে আমিরের ছেলে রাফাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App