×

তথ্যপ্রযুক্তি

চীনে কোভিড ট্র্যাকিং অ্যাপ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

করোনা সংক্রমণ প্রতিরোধে জিরো কোভিড নীতি থেকে ধীরে ধীরে সরে আসছে চীন। সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে করোনা ‘বিধিনিষেধ বিরোধী বিক্ষোভের’ জেরে এ সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের সরকার। এবার মহামারির সময় মানুষের গতিবিধি নজরে রাখার একটি ফোন অ্যাপ বন্ধ করলো চীন সরকার।

তিন বছর চালু থাকার পর গত সোমবার (১২ ডিসেম্বর) রাত থেকে জাতীয় এই অ্যাপটি বন্ধ করার কথা ঘোষণা দিয়ে জানানো হয়। বেইজিং তার বিতর্কিত জিরো কোভিড নীতি যে বদলাচ্ছে এটি তার এখন পর্যন্ত সবশেষ পদক্ষেপ। এর আগে বেশ কয়েকটি শহর থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। খবর বিবিসির।

রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ‘কমিউনিকেশনস আইটেনারি কার্ড’ নামে একটি অ্যাপ চালু ছিল এতোদিন। ২০২০ সালের গোড়ায় চালু হয় এটি। কোথাও কোনো প্রয়োজনে যেতে হলে আগে মোবাইল নম্বর দিয়ে তাতে লগ ইন করে দেখতে হতো, সেখানে করোনার ঝুঁকি কতটা। যাতে তারা সবুজ তীর চিহ্ন পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এ সিদ্ধান্ত জানার পর সন্তুষ্টির কথা জানিয়েছেন।

তবে অনেকে বলছেন, এ পদক্ষেপে চীনা নাগরিকদের দৈনন্দিন জীবনে তেমন বড় কোনো প্রভাব পড়বে না। কারণ, চীনজুড়ে স্থানীয় ট্র্যাকিং অ্যাপগুলো এখনো চালু আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App