×

জাতীয়

খালেদার নাইকো মামলা শেষবার পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০১:৪১ পিএম

খালেদার নাইকো মামলা শেষবার পেছাল

খালেদা জিয়া। ফাইল ছবি

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানি সময় শেষ বারের মতো পেছানো হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পরবর্তী চার্জ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর চার্জশুনানির কথা ছিল। তবে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় আদালতে যেতে পারেননি।

এজন্য খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ চার্জশুনানি পেছাতে সময় আবেদন করেন। আদালত শেষ বারের মত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ধার্য করেন। পরবর্তী তারিখে শুনানি না করলে আদালত চার্জশুনানি সমাপ্ত ঘোষণা করে আদেশ দেবেন বলে জানান। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App