নেশার টাকা না দেয়ায় সবজি ক্ষেত বিনষ্ট

আগের সংবাদ

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর

পরের সংবাদ

যশোরে বিএনপির সমাবেশ পণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ

যশোর শহরের লালদীঘি পাড়ের বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় সমাবেশস্থল থেকে ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কোতোয়লি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন আটকের বিষয়ে কোনো তথ্য তার জানা নেই।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ও সদর উপজেলা মহিলা দলের নেত্রী রিজিয়া পারভীন।

কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থাকলেও তা পালন করতে না পারলেও সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জেলা যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়