ঢাকায় আসছেন শ্রীলেখা

আগের সংবাদ

পাকিস্তানের ‘কসাই’ রাও ফরমান আলী: বুদ্ধিজীবী হত্যার নীলনকশা

পরের সংবাদ

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ , ১১:০৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২ , ১১:০৯ অপরাহ্ণ

দীপংকর দীপন পরিচালিত সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছবিটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমে পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

‘অন্তর্জাল’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রধান উপদেষ্টা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দর্শককে সিনেমার পর্দায় আটকে রাখার একটা ক্ষমতা দীপংকর দীপনের আছে। অন্তর্জাল চলচ্চিত্রের মাধ্যমে সেই ক্ষমতা আরও বেশি বিকশিত হবে। চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায় আমরা ফিরে পেয়েছি। ঢাকা অ্যাটাক থেকে শুরু করে পরাণ, হাওয়া, দামালসহ বেশ কিছু সুপারহিট চলচ্চিত্র আসছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সিনেমা হল থেকে দূরে সরে গিয়েছিল, তারা আবার হলে ফিরে এসেছে।

নির্মাতা দীপংকর দীপন বলেন, মহামারির সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। ছবিটা আমরা পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি। ছবির ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবই এদেশের। এটা তথাকথিত প্রেমের সিনেমা নয়। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। দর্শক লক্ষ্য করবেন আমার এক একটা সিনেমা এক এক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ।

নিজের চরিত্র নিয়ে সিয়াম বলেন, আমার চরিত্রের নাম লুমিন, সে প্রোগ্রামার। লুমিন চরিত্রটা যখন আমি পাই, তখন বেশ কয়েকটা চরিত্রের সঙ্গে আমি সম্পৃক্ত। অপারেশন সুন্দরবন কেবল শেষ হয়েছে। দামালের কাজ করছি। ওই সময়ে আমার একজন ক্যারেক্টার রেফারেন্সের দরকার ছিল। দীপঙ্করদা আমাকে একজন সত্যিকারের লুমিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

বিদ্যা সিনহা মিম বলেন, আমি যখন স্ক্রিপ্ট পেলাম, অবাক হয়ে গেলাম। দীপংকরদাকে ফোন করে বললাম- এটা কি আমাকে পাঠানোর জন্য এত সুন্দর করে লেখা হয়েছে? যাতে খুশিতে রাজি হয়ে যাই? দীপংকরদা বললেন, না, চরিত্রটাই এমন। যেভাবে লেখা আছে সেভাবেই ফুটিয়ে তোলা হবে।

অন্তর্জাল চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে সিয়াম-মিম ছাড়া আরও অনেকে অভিনয় করবেন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়