×

আন্তর্জাতিক

সফলভাবে পৃথিবীতে ফিরলো নাসার ওরিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

সফলভাবে পৃথিবীতে ফিরলো নাসার ওরিয়ন

ওরিয়ন মহাকাশযান। ছবি: নাসা

চাঁদে সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওরিয়ন। ২৬ দিনের অভিযানের পর রবিবার (১১ ডিসেম্বর) এটি পৃথিবীতে ফিরেছে বলে জানিয়েছে নাসা।

পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত অবস্থায় প্রবেশের পর ওরিয়ন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে এসে পড়ে। অবতরণের সময় ১১টি প্যারাশুট খোলার মধ্য দিয়ে এর প্রচণ্ড গতি ধীর হয়। ওরিয়নের মাধ্যমে আরও জটিল মিশন পরিচালনার পরিকল্পনা করছে নাসা। খবর বিবিসি, আল জাজিরার।

গত ১৬ নভেম্বর ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় ওরিয়ন মহাকাশযান বহন করা আর্টেমিস-১ মিশনের স্পেস লঞ্চ সিস্টেম রকেট। মানুষের চন্দ্রাভিযানের দ্বিতীয় অধ্যায়ের সফল শুরু এটি। এর আগে দুবার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণ পরিকল্পনা বাতিল করে নাসা।

আর্টেমিস ১ মিশনের উদ্দেশ্য কেবল মহাকাশে মানুষ পাঠানো নয়। এটি চাঁদে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি তৈরি করে তোলার পরিকল্পনার প্রাথমিক ধাপ।

২০২৫ সালের মধ্যে চাঁদে ফিরতে চায় নাসা। এবার সেখানে ঘুরে আসতে নয়, স্থায়ীভাবে থাকতে চায় তারা। তারই অংশ হিসেবে আর্টেমিস-১ মিশন যাত্রা শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App