×

খেলা

মরক্কোর সমর্থকদের দোহায় নিতে ৩০ ফ্লাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১১:৪০ পিএম

মরক্কোর সমর্থকদের দোহায় নিতে ৩০ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মরক্কোর সমর্থকদের কাতারে নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থার কথা জানিয়েছে মরক্কোর জাতীয় বিমান সংস্থা রয়্যাল এয়ার মারোক। সবাইকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো।

একে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা উত্তেজনা। স্টেডিয়ামে বসে নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রস্তুত হাজারো মরক্কান সমর্থক। তবে দল যে এই পর্যন্ত আসতে পারবে, তা চিন্তাও করতে পারেনি মরক্কান সমর্থকরা। তাই তো বিশ্বকাপের সেমিফাইনাল দেখার কথা এতদিন মাথায়ও আনেনি বেশিরভাগ মরক্কান সমর্থক। খবর রয়টার্সের।

তবে নিজ দলের মনোবল বাড়াতে হঠাৎ করে হাজার হাজার মরক্কান সমর্থক কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত বেশি লোককে এত অল্প সময়ের মধ্যে কাতারে নেয়াই বড়সড় চ্যালেঞ্জ। এই কারণেই সমর্থকদের কাতারে নিয়ে যাওয়ার জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে রয়্যাল এয়ার মারোক।

বিশেষ ফ্লাইটগুলো সোমবার (১২ ডিসেম্বর) ও আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মরক্কো ছেড়ে যাবে জানিয়েছে সংস্থাটি। এছাড়া, সেমিফাইনালের ফলাফলের কথা মাথাই রাখছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App