×

শিক্ষা

প্রাথমিক শিক্ষকের পদ বাড়ানোর সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১০:২০ এএম

প্রাথমিক শিক্ষকের পদ বাড়ানোর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষকদের পদ বাড়ানোর নতুন সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

রবিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ফরিদ আহম্মদ জানান, মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্যপদ যুক্ত করে মোট ৩৭ হাজারের কিছু বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শূন্য পদের সংখ্যা আরও বেশি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এ শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App