×

জাতীয়

ডিএনসিসির ১০ লাখ টাকার মালামাল চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১১:৪১ এএম

ডিএনসিসির ১০ লাখ টাকার মালামাল চুরি

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অঞ্চল-২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

রবিবার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ কার্যালয় এ তথ্য জানায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী (পুর) কামরুল হাসান।

মামলার এজাহারে বলা হয়, গত ৯ ডিসেম্বর সকালে ডিএনসিসির ওয়্যার হাউজের উত্তরপাশের জানালার গ্রিল কাটা দেখা যায়। ওয়্যার হাউজের ভেতরে ইলেকট্রিক ডেমোলিশন হ্যামার, জ্বালানি চালিত পাথর কাটার মেশি, কাঠ কাটার করাত, ভারোত্তোলন যন্ত্র, ভারি হাতুড়ি, ইস্পাত ড্রিলিং হাতুড়ি, কম্পিউটার, ফটোকপিয়ার, টেলিভিশন, লেডার, শাবল, গামবুটসহ ৩৫ ধরনের জিনিসপত্র চুরি হয়েছে। তবে, এজাহারে অভিযুক্ত কারও নামোল্লেখ করা হয়নি।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল ইসলাম সুমন বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনো কোনো তথ্য পাইনি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতারও করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App