×

পুরনো খবর

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:২১ এএম

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। এছাড়া, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হন মিম

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

‘১ হাজার টাকা’, ‘ট্রাম্প কার্ড’, ‘ট্রাম্প কার্ড-২’, ‘ওল্ড ইজ গোল্ড’, ‘উদ্দেশ্য নেই’, ‘ভালোবাসার ভূবনে’, ‘দেবদাস হতে চাই’, ‘গল্পটি তোমার আমার’, ‘সেই মেয়েটা’ সহ একাধিক টিভি নাটকে তার অভিনয় ছিলো প্রাণচঞ্চল

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

মিমের অর্জনের ‍ঝুলিও সামান্য নয়। ‘জোনাকির আলো’ সিনেমার জন্য ২০১৬ সালে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া, ২০১০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার জন্য মনোনীত এবং ২০১৬ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) হিসেবে ‘আমার আছে জল’ সিনেমার জন্য বিজয়ী হন

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

অসংখ্য টিভি নাটক ও বড় পর্দায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’। বাণিজ্যিকভাবে অসফল হলেও এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচিত হন তিনি

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

এই বছরের শুরুতে অর্থাৎ ৪ জানুয়ারি বেশ জাঁকজমক আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে সাত পাঁক ঘোরেন অভিনেত্রী মিম। বলা চলে, এখন তাদের সাংসারিক জীবনে মধুচন্দ্রিমা পর্ব চলছে

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

এসব ছবিতে ব্যস্ত এই অভিনেত্রীকে অবকাশ যাপন করতে দেখা গেছে

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম

সম্প্রতি স্বামীর সঙ্গে কক্সবাজারে গেছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি আপলোডও করেছেন তিনি

কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম
কক্সবাজারে সমুদ্রের খুব কাছে মিম
[caption id="attachment_390075" align="aligncenter" width="1536"] সম্প্রতি স্বামীর সঙ্গে কক্সবাজারে গেছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি আপলোডও করেছেন তিনি[/caption] [caption id="attachment_390074" align="aligncenter" width="1290"] এসব ছবিতে ব্যস্ত এই অভিনেত্রীকে অবকাশ যাপন করতে দেখা গেছে[/caption] [caption id="attachment_390073" align="aligncenter" width="1290"] এই বছরের শুরুতে অর্থাৎ ৪ জানুয়ারি বেশ জাঁকজমক আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে সাত পাঁক ঘোরেন অভিনেত্রী মিম। বলা চলে, এখন তাদের সাংসারিক জীবনে মধুচন্দ্রিমা পর্ব চলছে[/caption] [caption id="attachment_390072" align="aligncenter" width="1534"] অসংখ্য টিভি নাটক ও বড় পর্দায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’। বাণিজ্যিকভাবে অসফল হলেও এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচিত হন তিনি[/caption] [caption id="attachment_390067" align="aligncenter" width="2048"] শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। এছাড়া, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হন মিম[/caption] [caption id="attachment_390068" align="aligncenter" width="1536"] ‘১ হাজার টাকা’, ‘ট্রাম্প কার্ড’, ‘ট্রাম্প কার্ড-২’, ‘ওল্ড ইজ গোল্ড’, ‘উদ্দেশ্য নেই’, ‘ভালোবাসার ভূবনে’, ‘দেবদাস হতে চাই’, ‘গল্পটি তোমার আমার’, ‘সেই মেয়েটা’ সহ একাধিক টিভি নাটকে তার অভিনয় ছিলো প্রাণচঞ্চল[/caption] [caption id="attachment_390069" align="aligncenter" width="1290"] মিমের অর্জনের ‍ঝুলিও সামান্য নয়। ‘জোনাকির আলো’ সিনেমার জন্য ২০১৬ সালে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া, ২০১০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার জন্য মনোনীত এবং ২০১৬ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) হিসেবে ‘আমার আছে জল’ সিনেমার জন্য বিজয়ী হন[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App