×

পুরনো খবর

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:০০ এএম

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জন্ম- ২০ ডিসেম্বর, ১৯৯৮ সালে। শৈশব কেটেছে সেন-সাঁ-দ্যনির বন্দি নামক স্থানে। বাবা উইলফ্রিদ ক্যামেরুন থেকে স্থানান্তরিত হন ফ্রান্সে

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

এমবাপ্পের মায়ের নাম ফায়জা লামারি। তিনি আলজেরীয় বংশোদ্ভূত এবং একজন সাবেক হ্যান্ডবল খেলোয়াড়

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

কৈশোরে ফুটবল খেলতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনুকরণ করতেন তিনি। তার ছোটভাই ইথান সাঁ-জেরমাঁ অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলছেন। এছাড়া, তার দত্তক ভাই কেম্বো একোকোও একজন পেশাদার ফুটবলার

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

বন্দির হয়ে বাবা উইলফ্রিদের অধীনে এমবাপ্পে খেলোয়াড় জীবন শুরু করেন। পরবর্তীতে ফেরনঁ সাস্ত্রে নামে খ্যাতিমান একটি প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। অসাধারণ নৈপুণ্যের ফলে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়াসহ একাধিক ক্লাবের হয়ে খেলেন তিনি। বর্তমানে প্যারিস সেন্ট জ্যামাইকাতে (পিএসজি) রয়েছেন। ক্লাবটি মেসি ও নেইমারের সঙ্গে ত্রয়ী হিসেবে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

মাত্র ১১ বছর বয়সে চেলসি যুব দলের হয়ে চার্ল্টন অ্যাথলেটিক যুব দলের বিপক্ষে ইংল্যান্ডে একটি ম্যাচ খেলেন এমবাপ্পে। পরবর্তীতে মোনাকোর যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স
এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

ফ্রান্স অনূর্ধ্ব-১৭ এবং ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, ওই প্রতিযোগিতার ফাইনালে তার দল ইতালি অনূর্ধ্ব-১৯ দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ওই প্রতিযোগিতার ইতিহাসে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১৩ ম্যাচে অংশগ্রহণ করে সাতটি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৬ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেন

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

২০১৭ সালের ২৫ মার্চ, মাত্র ১৮ বছর, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লুক্সেমবুর্গের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেন এমবাপ্পে। ওই ম্যাচের ৭৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় দিমিত্রি পায়েতের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন তিনি। ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন ওই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে ফ্রান্স। ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে এমবাপ্পে সর্বমোট ১০ ম্যাচে একটি গোল করেছেন

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য দিদিয়ে দেশঁয়ের অধীনে ঘোষিত ফ্রান্স দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান এমবাপ্পে। ২০১৮ সালের ১৬ জুন তারিখে, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেন তিনি। পাঁচদিন পর, পেরুর বিরুদ্ধে ম্যাচের ৩৪তম মিনিটে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম এবং ম্যাচটির জয়সূচক গোলটি করেছেন। এই আসরের ফাইনালে তার দল ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল, ম্যাচের ৬৫তম মিনিটে লুকাস এরনঁদেজের অ্যাসিস্ট হতে গোল করেছেন। ওই বিশ্বকাপে তিনি ৭ ম্যাচে চারটি গোল করে তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেন

এমবাপ্পের জাদুতে ফাইনালে ফ্রান্স
[caption id="attachment_385847" align="aligncenter" width="1920"] কিলিয়ান এমবাপ্পের জন্ম- ২০ ডিসেম্বর, ১৯৯৮ সালে। শৈশব কেটেছে সেন-সাঁ-দ্যনির বন্দি নামক স্থানে। বাবা উইলফ্রিদ ক্যামেরুন থেকে স্থানান্তরিত হন ফ্রান্সে[/caption] [caption id="attachment_385848" align="aligncenter" width="1920"] এমবাপ্পের মায়ের নাম ফায়জা লামারি। তিনি আলজেরীয় বংশোদ্ভূত এবং একজন সাবেক হ্যান্ডবল খেলোয়াড়[/caption] [caption id="attachment_385849" align="aligncenter" width="1920"] কৈশোরে ফুটবল খেলতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনুকরণ করতেন তিনি। তার ছোটভাই ইথান সাঁ-জেরমাঁ অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলছেন। এছাড়া, তার দত্তক ভাই কেম্বো একোকোও একজন পেশাদার ফুটবলার[/caption] [caption id="attachment_385850" align="aligncenter" width="1920"] বন্দির হয়ে বাবা উইলফ্রিদের অধীনে এমবাপ্পে খেলোয়াড় জীবন শুরু করেন। পরবর্তীতে ফেরনঁ সাস্ত্রে নামে খ্যাতিমান একটি প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। অসাধারণ নৈপুণ্যের ফলে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়াসহ একাধিক ক্লাবের হয়ে খেলেন তিনি। বর্তমানে প্যারিস সেন্ট জ্যামাইকাতে (পিএসজি) রয়েছেন। ক্লাবটি মেসি ও নেইমারের সঙ্গে ত্রয়ী হিসেবে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি[/caption] [caption id="attachment_385852" align="aligncenter" width="1601"] মাত্র ১১ বছর বয়সে চেলসি যুব দলের হয়ে চার্ল্টন অ্যাথলেটিক যুব দলের বিপক্ষে ইংল্যান্ডে একটি ম্যাচ খেলেন এমবাপ্পে। পরবর্তীতে মোনাকোর যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি[/caption] [caption id="attachment_385853" align="aligncenter" width="1600"] ২০১৬ সালের ২৬ মার্চ তারিখে অনুষ্ঠিত ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ম্যাচে ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেন[/caption] [caption id="attachment_385854" align="aligncenter" width="1024"] ফ্রান্স অনূর্ধ্ব-১৭ এবং ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, ওই প্রতিযোগিতার ফাইনালে তার দল ইতালি অনূর্ধ্ব-১৯ দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ওই প্রতিযোগিতার ইতিহাসে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল[/caption] [caption id="attachment_385856" align="aligncenter" width="1920"] ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১৩ ম্যাচে অংশগ্রহণ করে সাতটি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৬ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেন[/caption] [caption id="attachment_385857" align="aligncenter" width="1296"] ২০১৭ সালের ২৫ মার্চ, মাত্র ১৮ বছর, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লুক্সেমবুর্গের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেন এমবাপ্পে। ওই ম্যাচের ৭৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় দিমিত্রি পায়েতের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন তিনি। ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন ওই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে ফ্রান্স। ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে এমবাপ্পে সর্বমোট ১০ ম্যাচে একটি গোল করেছেন[/caption] [caption id="attachment_385858" align="aligncenter" width="2048"] রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য দিদিয়ে দেশঁয়ের অধীনে ঘোষিত ফ্রান্স দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান এমবাপ্পে। ২০১৮ সালের ১৬ জুন তারিখে, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেন তিনি। পাঁচদিন পর, পেরুর বিরুদ্ধে ম্যাচের ৩৪তম মিনিটে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম এবং ম্যাচটির জয়সূচক গোলটি করেছেন। এই আসরের ফাইনালে তার দল ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল, ম্যাচের ৬৫তম মিনিটে লুকাস এরনঁদেজের অ্যাসিস্ট হতে গোল করেছেন। ওই বিশ্বকাপে তিনি ৭ ম্যাচে চারটি গোল করে তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেন[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App