×

আন্তর্জাতিক

‘আমরা খুব বিপজ্জনক জায়গায় আছি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

‘আমরা খুব বিপজ্জনক জায়গায় আছি’

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু অস্ত্র অর্জন নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে ‘সব বাজি শেষ’ হয়ে যাবে। দেশটির স্থানীয় সময় রবিবার (১১ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ওয়ার্ল্ড পলিসি কনফারেন্সে একটি সাক্ষাৎকার দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। সেখানে এ মন্তব্য করেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জাতিসংঘের পরমাণুপ্রধান তেহরানের সাম্প্রতিক ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে প্রিন্স ফয়সাল বলেন, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়িয়েছে। বর্তমানে কোনো পরিস্থিতিই ইতিবাচক নয়। আমরা ইরানের কাছ থেকে শুনেছি যে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কোনো আগ্রহ নেই। এটা বিশ্বাস করতে পারলে খুবই স্বস্তিদায়ক হবে। তবে আমাদের আরও আশ্বাস দরকার।

প্রিন্স ফয়সাল বলেন, ‘ইরান যদি একটি অপারেশনাল পারমাণবিক অস্ত্র পেয়েই যায়, তাহলে সব বাজি শেষ হয়ে যাবে। আমরা এই অঞ্চলে খুব বিপজ্জনক জায়গায় আছি। আঞ্চলিক রাষ্ট্রগুলো অবশ্যই তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দেবে, আপনি এটা প্রত্যাশা করতেই পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App