×

আন্তর্জাতিক

‘আফগানিস্তানকে বিচ্ছিন্ন করা উচিত নয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

‘আফগানিস্তানকে বিচ্ছিন্ন করা উচিত নয়’

ছবি: সংগৃহীত

এশীয় দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আফগানিস্তানে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার সমন্বয়ের আহ্বান জানিয়েছেন উজবেকিস্তান নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ভিক্টর মাখমুদভ।

দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ৬ ডিসেম্বর ভারত-মধ্য এশিয়া বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ভিক্টর মাখমুদভ বলেন, আজকের এজেন্ডা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা এবং আফগানিস্তানে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের জন্য সমন্বয় করা গুরুত্বপূর্ণ। আমাদের আফগানিস্তানকে বিচ্ছিন্ন হতে দেওয়া উচিত নয় এবং সামাজিক, অর্থনৈতিক ও মানবিক সংকট মোকাবেলা করার জন্য এটিকে নিজের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।

উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা বলেন, এর ফলে এই অঞ্চলে দারিদ্র্য বাড়বে। আফগানিস্তানে শান্তি গুরুত্বপূর্ণ। কারণ এটিতে নতুন কৌশলগত সম্ভাবনা এবং সুযোগ রয়েছে এবং এটি এই এলাকায় বৃদ্ধি এবং পরিবহন করিডোর এবং বাজারের একটি ক্ষেত্র হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App