ইশরাকসহ বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

পরের সংবাদ

সিঙ্গাইর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ , ৯:০৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২ , ৯:০৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৭১৩৩৫৩৩২২) ক্লোন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসন সিঙ্গাইর ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তালেবপুর, সায়েস্তা ও বায়রা ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে আমার পরিচয়ে ফোন দিলে তাদের সন্দেহ হয়। পরে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান তারা। এ বিষয়ে সাধারণ ডায়েরী করেন বলেও তিনি জানান।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়