করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৯

আগের সংবাদ

ইশরাকসহ বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে মামলা

পরের সংবাদ

সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আর নেই

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ

সিনিয়র সাংবাদিক ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আয়শা খানম (৮৪) আর নেই। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর বাঘমারার বৈলসিংহ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত বছর তিনি স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজা ও দাফন মঙ্গলবার বাগমারার বৈলসিংহ পারিবারিক কবরস্থানে হবে।

মোল্ল্যাহ আমজাদ হোসেন তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মোল্ল্যাহ আমজাদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মঈনুল আহসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক তালুকদার, এডিটরস গিল্ড’র সভাপতি মোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়