সিঙ্গাইর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

আগের সংবাদ

৭ বছর পর হলো চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলন

পরের সংবাদ

শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২ , ১১:১২ অপরাহ্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কেজি (১০৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে আনা এসব সোনার (১০৩৪ ভরি) দাম আনুমানিক আট কোটি টাকা।

অধিদপ্তরের উপপরিচালক সানজীদা খানম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। তাঁদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে সোনা আসবে। এর ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। যাত্রী ছিল না এমন একটি আসনে অভিনব কায়দায় সোনার বারগুলো আনা হয়েছিল।

সানজীদা খানম বলেন, বিমানবন্দরে দায়িত্বে থাকা সব সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। কারা কীভাবে এসব সোনা এনেছে, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়