সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আর নেই

আগের সংবাদ

সিঙ্গাইর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

পরের সংবাদ

ইশরাকসহ বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ , ৮:৫৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২ , ৮:৫৯ অপরাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।

বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে রবিবার (১১ ডিসেম্বর) এ মামলাটি দায়ের করে। সোমবার ১২ ডিসেম্বর যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহাসমাবেশের আগের রাতে গোলাপবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে কতিপয় বিএনপি ও জামায়াত সমর্থক নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করছে খবর পেয়ে সেখানে পুলিশ গেলে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। এ ঘটনার প্রেক্ষিতেই পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলায় ইশরাক হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী যাত্রবাড়ি থানার এসআই নওশের আলী জানান, এ মামলায় ইশরাক ছাড়াও বিএনপি আরো নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে। তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, দক্ষিণ ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু ও মো. কাউসার খান। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পালিয়ে যায়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়