×

খেলা

সেমিফাইনাল-ফাইনালে নতুন বল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

সেমিফাইনাল-ফাইনালে নতুন বল

আল-হিল্ম নামক বলটি দিয়ে খেলা হবে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। ছবি: ফিফা

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব, রাউন্ড অব সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে খেলার জন্য বল হিসেবে ব্যবহার করা হয়েছে আল-রিহলা নামক বলটি। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে জন্য নতুন বল ব্যবহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

আল-হিল্ম নামক বলটি সরবরাহ করেছে ফিফার অফিসিয়াল পার্টনার অ্যাডিডাস। খবর-স্কাই স্পোর্টসের।

এক বিবৃতিতে ফিফা এ কথা নিশ্চিত করে। আল-হিল্মও থাকছে আল-রিহলার মতো ‘কানেক্টেড টেকনোলজি’। অ্যাডিডাস ও ফিফার এই বিশেষ প্রযুক্তিতে বলটি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকে। বল গোললাইন পার হলে কিংবা অফসাইডের বিষয়ে ভেতরে সংযুক্ত বিশেষ সেন্সরের মাধ্যমে সংকেত পাঠিয়ে রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

জানা যায়, আরবি আল-হিল্মের বাংলা অর্থ স্বপ্ন। মরুভূমির বালুর সোনালি রঙে করা হয়েছে বলটির মূল নকশা। একই সঙ্গে বলের ওপর রয়েছে কাতার বিশ্বকাপের লোগো ও দেশটির রাজধানী দোহার আদলে গ্রাফিকসের কাজ।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ও মরক্কো-ফ্রান্সের সেমিফাইনালসহ বিশ্বকাপের ফাইনাল হবে এই বল দিয়ে। এছাড়া তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটিও আল-হিল্ম দিয়ে খেলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App