×

আন্তর্জাতিক

রুশ নোবেল বিজয়ীকে পুরস্কার প্রত্যাখ্যানে রাশিয়ার চাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

রুশ নোবেল বিজয়ীকে পুরস্কার প্রত্যাখ্যানে রাশিয়ার চাপ
রুশ নোবেল বিজয়ীকে পুরস্কার প্রত্যাখ্যানে রাশিয়ার চাপ

চলতি বছর শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন তিন জন ব্যাক্তি। এর মধ্যে রুশ নাগরিক ইয়ান রাচিনস্কিও রয়েছেন। তবে তাকে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে চাপ দিয়েছিল রুশ কর্তৃপক্ষ।

রাচিনস্কি মানবাধিকার সংগঠন মেমোরিয়ালের প্রধান। মেমোরিয়াল রাশিয়ার প্রাচীনতম মানবাধিকার সংগঠন এবং গত বছর সরকার এটি বন্ধ করে দেয়। সংগঠনটি ঐতিহাসিক সোভিয়েত দমন-পীড়ন নথিভুক্ত করে। খবর বিবিসির।

ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা ও বেলারুশিয়ান এক অধিকারকর্মীর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পান রাচিনস্কি। তিনি জানান, তার দুই সহ-বিজয়ী ‘অনুপযুক্ত’ হওয়ায় তাকে এ পুরস্কার গ্রহণ না করতে বলে ক্রেমলিন।

রাচিনস্কি বলেছেন, তার সংগঠনকে পুরস্কার প্রত্যাখ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাভাবিকভাবেই তারা এ পরামর্শ আমলে নেননি। হুমকি সত্ত্বেও মেমোরিয়ালের কার্যক্রম প্রয়োজনীয় বলে দাবি করেন তিনি।

পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, ‘নতুন অপরাধ প্রতিরোধে অতীত অপরাধ মোকাবিলা করা অপরিহার্য’—মেমোরিয়াল এ ধারণার ওপর প্রতিষ্ঠিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App