×

খেলা

অলিভার গিরুদের গোলে ফের এগিয়ে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০২:৪৭ এএম

অলিভার গিরুদের গোলে ফের এগিয়ে ফ্রান্স

ছবি: এএফপি

চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনার পারদ ছড়াচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ডের আজকের ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে ৭৭ মিনিটে অলিভার গিরুদ হেড থেকে গোল করে ফ্রান্সকে ২-০ গোলে আবরো এগিয়ে দেন ইংল্যান্ডের বিপক্ষে। যদিও এর কিছু সময় পর ৮৩ মিনিটের মাথায় আরো একটি পেনাল্টির সুযোগ পায় ইংল্যান্ড। সেই সুযোগ এবার কাজে লাগাতে ব্যর্থ হন তারকা ফুটবলার হ্যারি কেইন। ফলে সমতা ফেরানোর নিশ্চিত সুযোগ মিস করে ইংলিশরা।

যদিও প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় ফ্রান্স। খেলার ১৭ মিনিটের মাথায় অরেলিয়েন টিচুয়ামেনির গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

সেমিফাইনালে পৌঁছে যাবার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচে মাঠে নামে ফ্রান্স ও ইংল্যান্ড।

ম্যাচের ১২ নিনিটে প্রথম গোলের সুযোগ পায় ফ্রান্স। ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে জিরুডের হেড সোজা চলে যায় ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে৷ জিরুডের আক্রমণের ঠিক ৪ মিনিট পরেই ১৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন টিচুয়ামেনি। মাঝমাঠে গ্রিজম্যানের থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ২৩ মিনিটে হ্যারি কেইন দারুণ শট নিলে সেটি রুখে দেন লরিস। ২৭ নিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায় হ্যারি কেইনের পেনাল্টি আপিল। ভিএআর এর মাধ্যমে দেখা যায় ফাউলটি ডি বক্সের বাইরে হয়েছিল যার দরুণ পেনাল্টি বঞ্চিত হয় তারা। ৩০ মিনিটে আবারো হ্যারি কেইনের দূরপাল্লার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লরিস।ম্যাচের ৩৮ মিনিটে প্রথমবারের মত গোলের সুযোগ পান এমবাপ্পে। ডিবক্সের ভেতর তার বা পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন।

আজকের খেলাটি হাইভোল্টেজ ম্যাচ তা বলাইবাহুল্য। দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে শক্তিশালী দুই দল।

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপের শিরোপা হাতে নেয়া হয়নি ইংল্যান্ডের। আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ের উল্লাস করতে বেশ ভালোভাবেই এগুচ্ছে গ্যারাথ সাউথগেটের দল।

অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপ্পে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে।

ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১)

হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে।

কোচ: দিদিয়ের দেশম

ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)

জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App