×

খেলা

মাঠের বাইরেও কথার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১০:২৮ পিএম

মাঠের বাইরেও কথার লড়াই

ফাইল ছবি

ফুটবল মাঠে হরহামেশাই খেলোয়াড়দের মধ্যে রেষারেষি দেখা যায়। সেই রেষারেষি মাঠের বাইরেও কখনো কখনো চলে আসে। তেমনই লিওনেল মেসি ও ফন গালদের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস কম উত্তাপ ছড়াইনি। দুই পক্ষ হাতাহাতি পর্যন্ত করেছে। ফুটবল নিয়ে যেন ‘রাগবি’ খেলেছে। মাঠেই দুই পক্ষে একে অপরকে খোঁচা মেরেছে। ম্যাচ শেষেও থামেনি সেই লড়াই। খবর ইএসপিএন, এনডিটিভির।

মাঠে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ডাচ কোচ ফন গালের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে। হাতের ইশারায় মেসি বলেন, ‘মুখ বন্ধ করুন।’ গোল করে দুই কানে হাত দিয়ে উদযাপন করেন লিওনেল মেসি। যে উদযাপন সচরাচর তাকে করতে দেখা যায় না। আর্জেন্টিনার সংবাদমাধ্যম দাবি করেছে, মেসির ওই উদযাপন ছিল শুধু ফন গালের উদ্দেশ্যে।

মাঠে নাকি আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজও কড়া ভাষায় কথা বলেছেন ফন গালের সঙ্গে। ম্যাচ শেষে পদত্যাগের ঘোষণা দেয়া ডাচ কোচ বলেছেন, ‘টুকটাক স্প্যানিশে আমিও কথা বলতে পারি। ম্যাচ শেষে আর্জেন্টিনার গোলরক্ষক আমাকে বলছিল, আমি নাকি বেশি কথা বলি।’

ওই অভিযোগ নিয়ে আবার পাল্টা দিয়েছেন টাইব্রেকারে ফন ডাইকের পেনাল্টি ফিরিয়ে নায়ক বনে যাওয়া মার্টিনেজ, ফন গালকে আমি বলতে শুনেছিলাম, আমরা (নেদারল্যান্ডস) পেনাল্টিতে গেলে বেশি সুবিধা পাবো, যদি ম্যাচ পেনাল্টিতে যায় আমরা জয় তুলে নেব। আমার মনে হয়েছে, তার চুপ থাকা উচিত ছিল।

ম্যাচ শেষে ডাচ কোচ বলেছেন, ‘আমরা ভালো ফুটবল খেলেছি। দলের দায়িত্ব নিয়ে ২০ ম্যাচ হারের স্বাদ পায়নি। জয় পেতে সম্ভাব্য সেরাটা দিয়েছি। টাইব্রেকারের এই হারকে আমি হার মনে করি না।’ ফন গালের ভালো ফুটবলকে ‘উপহাস’ করেছেন মেসি, ‘ফন গাল দাবি করেছেন, তারা ভালো ফুটবল খেলেছেন। তিনি আসলে মাঠে লম্বা লম্বা খেলোয়াড় দাঁড় করিয়ে লম্বা লম্বা পাস খেলিয়েছেন।’

ম্যাচে ১৬টি কার্ড দেখিয়েছেন রেফারি লাহোজ। ‘অহেতুক’ হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসিও। বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি, ‘রেফারি নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আপনি চাইলেও সত্য কথা বলতে পারবেন না। কিছু বললেই আপনাকে নিষেধাজ্ঞা দেবে। আমি কেবল ফিফাকে বলবো, এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যিনি এই কাজের যোগ্য নন।’

বদলি নেমে দুই গোল করা ডাচ ফুটবলার উইঘোস্ট দাবি করেছেন ম্যাচ শেষে হাত মেলাতে যাওয়ায় মেসি তার সঙ্গে বাজে ব্যবহার করেছেন, ‘ম্যাচ শেষে আমি হাত মেলাতে গিয়েছিলাম, কিন্তু মেসি তা গ্রহণ করেননি। বরং আমাকে খুবই বাজেভাবে কিছু একটা বলেছিলেন। আমি স্প্যানিশ বুঝি না। খুবই হতাশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App