×

পুরনো খবর

কলকাতায় মেহজাবীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:২৮ পিএম

কলকাতায় মেহজাবীন

মেহজাবীন অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কয়েকটি নাটকে

কলকাতায় মেহজাবীন

সম্প্রতি কলকাতায় একটি মণ্ডপে মা দুর্গার সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার এই ছবি ব্যাপক সমালোচিত হয়

কলকাতায় মেহজাবীন

মেহজাবীনের ওই পোস্টে এখনও অনেকে মন্তব্য করেই চলেছেন। তবে তাদের সেসব মন্তব্যে মোটেই বিচলিত নন এই অভিনেত্রী

কলকাতায় মেহজাবীন

১৯৯১ সালের ১৯ এপ্রিল মেহজাবীনের জন্ম। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার অনুষ্ঠানে বিজয়ী হয়ে গণমাধ্যমে আসেন। এরপর থেকেই বাংলাদেশের দাপুটে অভিনেত্রী তিনি

কলকাতায় মেহজাবীন

২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। সম্প্রতি ঈদুল আযহা ২০১৭ -এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’

কলকাতায় মেহজাবীন

ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন মেহজাবীন। ‘ধান্দা’, ‘ইউনিভার্সিটি’ ও ‘অ্যাবনরমাল’ নাটকে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেছেন তিনি

কলকাতায় মেহজাবীন

মডেল হিসেবেও কম যান না মেহজাবীন। ‘বাংলালিংক’, ‘লাক্স’, ‘এলিট গোল্ড মেহেদী’, ‘রানী গুড়া মসলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা গেছে

কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন

অভিনয় ও মডেলিংয়ের স্বীকৃতিস্বরূপ মেরিল-প্রথম আলো পুরস্কার, আরটিভি স্টার অ্যাওয়ার্ড ও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার অর্জন করেছেন

কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন

মেহজাবীন সম্প্রতি কলকাতায় বেড়াতে গেছেন। ফেসবুকে ঘন ঘন তার ভ্রমণের খবরাখবর শেয়ার করছেন ভক্ত ও গুণগ্রাহীদের কাছে

কলকাতায় মেহজাবীন
কলকাতায় মেহজাবীন

মেহজাবীন চৌধুরী

[caption id="attachment_389667" align="aligncenter" width="1440"] সম্প্রতি কলকাতায় একটি মণ্ডপে মা দুর্গার সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার এই ছবি ব্যাপক সমালোচিত হয়[/caption] [caption id="attachment_389668" align="aligncenter" width="1440"] মেহজাবীনের ওই পোস্টে এখনও অনেকে মন্তব্য করেই চলেছেন। তবে তাদের সেসব মন্তব্যে মোটেই বিচলিত নন এই অভিনেত্রী[/caption] [caption id="attachment_389669" align="aligncenter" width="1440"] ১৯৯১ সালের ১৯ এপ্রিল মেহজাবীনের জন্ম। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার অনুষ্ঠানে বিজয়ী হয়ে গণমাধ্যমে আসেন। এরপর থেকেই বাংলাদেশের দাপুটে অভিনেত্রী তিনি[/caption] [caption id="attachment_389666" align="aligncenter" width="1440"] মেহজাবীন অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কয়েকটি নাটকে[/caption] [caption id="attachment_389671" align="aligncenter" width="1020"] ২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। সম্প্রতি ঈদুল আযহা ২০১৭ -এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’[/caption] [caption id="attachment_389672" align="aligncenter" width="1030"] ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন মেহজাবীন। ‘ধান্দা’, ‘ইউনিভার্সিটি’ ও ‘অ্যাবনরমাল’ নাটকে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেছেন তিনি[/caption] [caption id="attachment_389673" align="aligncenter" width="1030"] মডেল হিসেবেও কম যান না মেহজাবীন। ‘বাংলালিংক’, ‘লাক্স’, ‘এলিট গোল্ড মেহেদী’, ‘রানী গুড়া মসলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা গেছে[/caption] [caption id="attachment_389678" align="aligncenter" width="1030"] অভিনয় ও মডেলিংয়ের স্বীকৃতিস্বরূপ মেরিল-প্রথম আলো পুরস্কার, আরটিভি স্টার অ্যাওয়ার্ড ও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার অর্জন করেছেন[/caption] [caption id="attachment_389688" align="aligncenter" width="1440"] মেহজাবীন সম্প্রতি কলকাতায় বেড়াতে গেছেন। ফেসবুকে ঘন ঘন তার ভ্রমণের খবরাখবর শেয়ার করছেন ভক্ত ও গুণগ্রাহীদের কাছে[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App