×

খেলা

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

গ্রান্ট ওয়াল

লুসাইল স্টেডিয়ামে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা খ্যাতিমান মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর।

নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তখন প্রেস বক্সে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে স্টেডিয়ামেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর দোহার হামাদ মেডিকেলে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। খবর টাইমস অব ইসরাইলের।

তার এজেন্ট টিম স্ক্যানল্যান সংবাদ মাধ্যম বলেছেন, প্রচণ্ড মানসিক চাপে ছিলেন তিনি। তাই তার মৃত্যুর কারণ হতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। তার মৃত্যুতে মার্কিন সরকার শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবলের ভক্ত এবং ক্রীড়া সাংবাদিকরা জানেন, গ্রান্ট ওয়ালের ক্রীড়া সাংবাদিকতায় কী পরিমাণ নিঃস্বার্থ ছিলেন। ফুটবল সাংবাদিকতাকে তিনি জীবনের অংশ মনে করতেন। আমরা তার খেলা, তার কাজ মিস করবো। গ্রান্ট মনে করতেন, ফুটবল মানবাধিকার অর্জনের পথ খুলে দেয়। তার মৃত্যুর খবরে ইউএস ফুটবল পরিবারের হৃদপিণ্ডে রক্তক্ষরণ হয়েছে।’

গ্রান্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো। বিবৃতিতে ফিফার পক্ষ থেকে তিনি বলেছেন, ‘গ্রান্টের মতো প্রখ্যাত সাংবাদিক কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলাকালীন মারা গেছেন এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমি ব্যথায় মুচড়ে গেছি। তার ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা ছিল, তার সাংবাদিকতা সকলে মিস করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App