টাইব্রেকারে ৪-৩ গোলে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। বিদায় নিল নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ে মেসি ও মোলিনা আর্জেন্টিনার পক্ষে ২ গোল করে। জবাবে নেদারল্যান্ডসও ২ গোলের পরিশোধ করে। নির্ধারিত সময়ে দুই দল সমতা থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচটির জয়-পরাজয় টাইব্রেকারে ফয়সালা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। এই ম্যাচে ১৪টি শট, পাঁচটি টার্গেট, ১৮টি ফাউল, ৬০২টি পাস, দুটি অফসাইড, একটি কর্নারসহ আটবার হলুদ কার্ড দেখানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।