মেসি ও মোলিনার গোলে সেমিফইনালের পথে এগিয়ে আছে আর্জেন্টিনা। অপরদিকে ম্যাচের শেষদিকে নেদারল্যান্ডসও গোল দিয়েছে। এই মুহূর্তে ১-২ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত একটায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার পর প্রথমার্ধে গোল করেন নাহুয়েল মোলিনা। তাকে বল পাস করে দেন আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। আর দ্বিতীয়ার্ধে স্বয়ং মেসিই গোল করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাতটি শট, চারটি টার্গেট, ১১টি ফাউল, দুটি অফসাইড একটি কর্নারসহ তিনবার হলুদ কার্ড দেখানো হয়েছে।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া;
রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার;
লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ।নেদারল্যান্ডসের একাদশ
নোপার্ট, টিম্বার, ফন ডাইক, আকে, ডুমফ্রাইস, ডি ইয়ং, ডি রুন, ব্লাইন্ড, ক্লাসেন, গাকপো, ডিপে।ৃও
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।