ক্রোয়াট বীর লিভাকোভিচ

আগের সংবাদ

বিএনপির ১০ দফা, যুগপৎ আন্দোলনের সূচনা

পরের সংবাদ

ফখরুল কারাগারে, গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ১১:২৩ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১০, ২০২২ , ১১:২৩ পূর্বাহ্ণ

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করবে দলটি। এছাড়া ঘোষণা করা হবে নতুন কর্মসূচিও। তবে হরতাল বা অবরোধের মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না। লংমার্চ, রোডমার্চ, মানবঢাল, অবস্থান, ইস্যুভিত্তিক প্রতিবাদ বা বিক্ষোভের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

বিএনপির একটি সূত্র জানায়, গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়