হঠাৎ মুগদায় মোটরসাইকেলে আগুন

আগের সংবাদ

কলকাতায় মেহজাবীন

পরের সংবাদ

নেইমারের পেনাল্টি না নেয়ার কারণ জানালেন তিতে

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ৪:২৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১০, ২০২২ , ৪:২৪ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা হলে টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে নেইমার জুনিয়রকে টাইব্রেকারে শট নিতে দেখা যায়নি।

কী কারণে ম্যাচে দুর্দান্ত গোল করা নেইমার টাইব্রেক শুট নেননি তার ব্যাখ্যা দিয়েছে ব্রাজিলের বিদায়ী  কোচ তিতে। টাইব্রেকারে রুদ্রিগোর শট সেভ হওয়ার পরই চাপে ছিল ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া ক্রমেই গোল করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেইমারকে পঞ্চম শটের জন্যই রেখেছিলেন কোচ তিতে।

তিনি বলেছেন, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ। এটায় অনেক চাপ থাকে। সেই চাপ নেইমার নিতে পারবে। পঞ্চম শটের জন্য তাকে রাখা হয়েছিল। আমি পরিস্থিতি মূল্যায়ন করার অবস্থায় নেই। আপনারা খেলা দেখেছেন, বিচার করতে পারেন।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আল রাইয়ানে সাংবাদিকদের নেইমার বলেছেন, আর জাতীয় দলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন তিনি।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়