×

খেলা

ফের বিতর্কে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:২১ এএম

ফের বিতর্কে রোনালদো
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিতে সিদ্ধহস্ত তিনি। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই পর্তুগিজ তারকার। বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় তিনি। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড প্রসঙ্গে আলোচনায় থাকলেও এবার রোনালদো বিতর্কিত তার জাতীয় দলেই। পর্তুগালের প্রথম একাদশ থেকে বাদ পড়ার পর এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই ৩৭ বছর বয়সি। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর নিয়ম ভেঙে দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। এবারের আসরে নিজের চেনা ফর্মে দেখা যাচ্ছে না রোনালদোকে। মাঠে থাকছেন নিজের ছায়া হয়েই। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। বিস্ময়ের জন্ম দিয়ে দীর্ঘ ১৮ বছর পর কোনো বড় প্রতিযোগিতায় রোনালদোকে ছাড়া মাঠে নামে পর্তুগাল। তবে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামান কোচ ফার্নান্দো সান্তোস। একপেশে ম্যাচটা অবশ্য ৬-১ গোলের ব্যবধানে জিতে নেয় পর্তুগাল। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্কোয়াডের সব খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে অনুশীলন সাজান সান্তোস। শুরুর একাদশে থাকা খেলোয়াড়রা কেবল জিম করেছেন। আর বদলি হিসেবে নামা ও মাঠে নামার সুযোগ না পাওয়া খেলোয়াড়রা অন্য গ্রুপে অনুশীলনে অংশ নিয়েছেন। রোনালদোরও অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল দ্বিতীয় গ্রুপের সঙ্গে। তবে সেই অনুশীলনে ছিলেন না রোনালদো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্পূর্ণ ফিট থাকার পরও অনুশীলনে যোগ দেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। সেদিন শুধু শুরুর একাদশের খেলোয়াড়দের সঙ্গে জিম করেন তিনি। শুরুর একাদশে না থাকা রোনালদো স্কোয়াডের বাকিদের সঙ্গে অনুশীলন করবেন বলে ধারণা করা হয়েছিল। বিশ্বকাপের ঠিক আগে ক্লাবের সঙ্গে ঝামেলা করে ক্লাবছাড়া হওয়া রোনালদো বিতর্কের সঙ্গে মিতালি গড়েছেন জাতীয় দলেও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচের ৬৫তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ সান্তোস। সিদ্ধান্তটি পছন্দ হয়নি পাঁচবারের বর্ষসেরা তারকার। তাই মাঠ ছাড়ার সময় বিড়বিড় করে কিছু বলছিলেন তিনি। ক্যামেরায় যতটুকু ধরা পড়ে তাতে তিনি বলছিলেন, ‘আমাকে তুলে নেয়ার জন্য অস্থির হয়ে পড়েছে!’ বিষয়টি যে ভালো লাগেনি কোচ সান্তোসের, তা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন তিনি। তবে রোনালদোকে একাদশ থেকে বাদ দেয়ার সঙ্গে সে ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও ম্যাচের পর জানান ৬৮ বছর বয়সি কোচ। পর্তুগাল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর। স্পেনকে টাইব্রেকারে বিদায় করে প্রথমবার শেষ আটে তারা। ওই ম্যাচে শুরুর একাদশে রোনালদো থাকবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর আগে ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল রোনালদোর প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। সেবারও রোনালদোকে নকআউট পর্বে বেঞ্চে বসতে হয়েছিল। বর্তমানে রোনালদো ফ্রি এজেন্ট। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও কোচ এরিক টেন হাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের কারণে পারস্পরিক সমঝোতায় তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে গত মাসে। ইউরোপ ছেড়ে রোনালদোর সৌদি আরবের লীগে পাড়ি জমানোর খবর স¤প্রতি দিয়েছে মার্কা। সেখানকার ক্লাব আল নাসরে বিশাল অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে নাম লেখাতে যাচ্ছেন তিনি। দুই পক্ষের মধ্যে চুক্তি হবে আড়াই বছরের। কিন্তু সেই খবর উড়িয়ে দিয়েছেন রোনালদো নিজেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, ব্যাপারটা মোটেই সত্য নয়, পুরোটাই গুজব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App