×

পুরনো খবর

এশীয় চারুকলা প্রদর্শনীতে দুইদিনব্যাপী সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

এশীয় চারুকলা প্রদর্শনীতে দুইদিনব্যাপী সেমিনার

১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীতে দুইদিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। ছবি: ভোরের কাগজ

মাসব্যাপী ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার ছুটির দিনটি ছিল শিল্পপ্রেমী দর্শনার্থীদের পদচারনায় জমজমাট। এদিন সকালে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী সেমিনার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীদের অর্কেষ্ট্রা পরিবেশিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ‘হোম এন্ড ডিসপ্লেসমেন্ট’ বিষয়ক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান। সেমিনারে আলোচক ছিলেন শিল্পী লুভা নাহিদ চৌধুরী এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। সূচনা বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম।

সেমিনারে বৈশ্বিক বাস্তুচ্যুতি, শিল্পকলাসহ নানা আলোচনার পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যাত্রাপালা ও বাউল সঙ্গীত পরিবেশনা। শিশু প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, পাপেট শোসহ নানা আয়োজন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে দ্বিতীয় দিনের সেমিনার শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App