পার্টি অফিসে বোমা, সন্ত্রাসী পরিকল্পনারই প্রমাণ

আগের সংবাদ

মুক্তিযুদ্ধ জাদুঘরে বিজয় উৎসব শুরু

পরের সংবাদ

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলো ব্রাজিল

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ৮:৫৯ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নেমেছে দুদল।

নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে নক আউট পর্বে টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

এর আগে বিশ্বকাপে গত ২০ বছরে নক আউটে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। তবে বিশ্বকাপে দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। দুবারেই শেষ হাসি হেসেছিল সেলেসাওরা। প্রথম ২০০৬ বিশ্বকাপে তারা ক্রোয়েশিয়াদের হারিয়েছিল ১-০ গোলে। এরপর ২০১৪ বিশ্বকাপে সেলেসাওরা জয় পায় ৩-১ গোলের ব্যবধানে। তবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে আত্নবিশ্বাসী ক্রোয়েশিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়ান বাধা পেরোতে চায় ব্রাজিল।

ব্রাজিল একাদশ (৪-২-৩-১)
এলিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, মার্কুইনহস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন।

ক্রোয়েশিয়া একাদশ (৪-৩-৩)
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়