হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারও চেক করছে পুলিশ

আগের সংবাদ

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পরের সংবাদ

সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন

বিকেলে সিদ্ধান্ত জানাবে বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ১:৩৫ অপরাহ্ণ

বিকেল ৩টায় বিএনপি গণসমাবেশের স্থান নিয়ে সিদ্ধান্তের কথা জানাবে।

শুক্রবার (৯ ডিসেম্বর)  বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা ১১টা ২০ মিনিটে ভার্চুয়ালী দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা দুপুর ১২টা পর্যন্ত চলে। সভায় গণসমাবেশসহ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত আজ বিকেল ৩ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়া সকল সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়