১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের স্থান হিসেবে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে গেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম আ্যন্ড অপারেশন্স) হাফিজ আক্তারের নেতৃত্বে বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যান ডিএমপির প্রতিনিধি দল।
এ সময় মাঠের চতুর্দিক পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।