ব্রাজিল-ক্রোয়েশিয়া মুখোমুখি: রেকর্ড কী বলছে?

আগের সংবাদ

ফখরুল-আব্বাসকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে

পরের সংবাদ

গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ৫:১৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ৫:৫৬ অপরাহ্ণ

রাজধানীতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিচ্ছিন্নভাবে এই মাঠে এসে জড়ো হতে দেখা গেছে।

এর আগে বিকেল সোয়া ৪টায় ডিবি কার্যালয়ের সামনে আগের শর্তগুলোই বহাল থাকবে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছেন। এভাবেই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। গোলাপবাগ মাঠের ক্ষেত্রেও তাই। আমাদের পুলিশ সদস্যরা আশপাশের এলাকা তদারকি করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এদিকে, দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনো কাগজ দেয়নি।’

বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল (শনিবার) বেলা ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়