ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দখল করা খারকভ অঞ্চলের বাসিন্দারা রাশিয়ায় পালিয়ে যাচ্ছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) তাস নিউজের এক প্রতিবেদনে এসব বলা হয়।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের খারকভ অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান ভিটালি গানচেভ সলোভিয়েভ লাইভ টিভি চ্যানেলকে এ কথা বলেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত বেসামরিক ব্যক্তিরা ইউক্রেনের জাতীয়তাবাদীদের দখল করা অঞ্চলগুলো থেকে পালানোর চেষ্টা করছে। তবে আমাদের মূল উদ্দেশ্য যখনই সম্ভব সেই লোকদের সাহায্য করা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।