×

জাতীয়

হাইওয়ে পুলিশের তাড়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

হাইওয়ে পুলিশের তাড়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে টমটমে ঘুরতে এসে পুলিশের তাড়া খেয়ে এক যুকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবক মোঃ বোরহান (২২) বাজিতপুর উপজেলার ভাগলপুর বেকি চন্দ্ররগ্রাম গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তারাকান্দি নামক স্থানে একটি টমটম আসলে, হাইওয়ে পুলিশ অবৈধ টমটমটটিকে সিগনাল দেয় দাঁড়ানোর জন্য। কিন্তু টমটমটি পুলিশের সিগনাল অমান্য করে পালাতে চাইলে, পিছু তাড়া করে পুলিশ। পরে আঞ্চলিক সড়ক থেকে টমটমসহ তারাকান্দি গ্রামের ভিতরে ঢুকে যায় তারা। সেখানে একটি বাড়িতে টমটম রেখে নিহত বোরহানসহ আরো দুজন বন্ধু দৌড়াতে থাকে। একপর্যায়ে দৌড়ের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রেখে তখন সঙ্গে থাকা দুই বন্ধু বাড়িতে চলে যায়। পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গেই টমটম দিয়ে ঘুরতে এসেছিল বোরহান। পরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার। তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিদেশে (সৌদি আরব) যাওয়ার কথা ছিলো নিহত বোরহানের। এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার (ওসি) মোঃ মোজাম্মেল হক হাইওয়ে পুলিশের তাড়া করে মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, টহল অবস্থায় হাইওয়ে পুলিশের গাড়ি দেখে প্রায় আধা কি.মি আগেই ভয়ে টমটম নিয়ে পালাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ তাদের সিগনাল দেয়নি। কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থল পরিদর্শন করি এবং জেলা অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার স্যারও ঘটনা স্থল পরিদর্শন করেন। লাশ পুলিশ হেফাজতে নিয়ে জেলা মর্গে প্রেরণ করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App