×

জাতীয়

নাইটিঙ্গেল মোড়ে ফের বিএনপি-পুলিশ সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

https://www.youtube.com/watch?v=xJ7EP2J1L8Q

বিএনপির ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে ফের বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে নাইটিঙ্গেল মোড়ে জড়ো হয়ে বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ জানান তারা।

পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। ‌এর আগে বেলা সোয়া দুইটার দিকে নাইটিঙ্গেল মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপির সমর্থকেরা।

মিছিলকারীরা দেশের বিভিন্ন এলাকা‌ থেকে এসেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সোয়া দুইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত চার ব্যক্তিকে পুলিশ আটক করেছে। চারজনকে আটকের পর আধা ঘণ্টা নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।‌ বেলা সোয়া তিনটা থেকে আবারও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। এ সময় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ সফল করতেও স্লোগান দেন নেতা-কর্মীরা।

একপর্যায়ে বিএনপির আরও নেতা-কর্মী স্লোগান দিতে জড়ো হন। তাদের সংখ্যা বাড়তে থাকলে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ সদস্যরা তাদের ওপর চড়াও হয়ে ধাওয়া দেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।‌ পরে ধাওয়া দিয়ে মিছিলকারীদের বিজয়নগর পানির ট্যাংকের দিকে সরিয়ে দেন।

এ সময় নাইটিঙ্গেল মোড় ও বিজয়নগর এলাকায় আতঙ্ক তৈরি হয়। দোকানিরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করেন। মানুষ দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। তবে এ দফায় পুলিশ কাউকে আটক করেনি। পরে ফকিরাপুল মোড়ে বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App