×

জাতীয়

নয়াপল্টনেই সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

নয়াপল্টনেই সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

১০ ডিসেম্বর ঢাকায় যা দেখবেন, স্বচক্ষে দেখবেন: মির্জা ফখরুলের হুঁশিয়ারি

‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্তে এখানো অনড় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপর জনগণই ঠিক করবে কী হবে। সেদিন যা দেখবেন, অপেক্ষা করুন, স্বচক্ষে দেখবেন। তবে অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন খান, জহির উদ্দিন স্বপন সহ অনেকে।

দলের কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে, এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, গ্রহণযোগ্য বিকল্প আমাদের কাছে এলে বিবেচনা করে দেখা হবে। তবে আমরা নয়াপল্টনেই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। এ সময় নয়াপল্টন অফিস থেকে পুলিশ প্রত্যাহার করে সমাবেশ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে কার্যালয় তছনছ করে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে গেছে। কয়েকশ’ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সারাবিশ্ব দেখেছে আমাদের প্রতি কিভাবে অত্যাচার করা হয়েছে। পুলিশ নিজে বোমা নিয়ে দায় চাপিয়েছে বিএনপির ওপর। পুলিশ বিএনপি অফিসে ঢোকার সময় কোনো সাংবাদিক বা দলীয় নেতাদের সাথে নেয়নি। তারা যে ব্যাগসহ কার্যালয়ে প্রবেশ করেছে। এসব যা নজিরবিহীন ঘটনা। গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারার শামিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বেশ কয়েকটি সভা-সমাবেশ করেছে। ঢাকা এবং ঢাকার বাইরে এসব সমাবেশের অনুমতি তাদের কে দেয়? তারা নিজেরা নির্ধারণ করে? বিএনপি নাকি পুলিশ দেয়? সেটা আওয়ামী লীগ নিজেরা নির্ধারণ করে। তাহলে বিএনপি কোথায় সমাবেশ করবে সেটা সরকার বা পুলিশ কেন নির্ধারণ করবে? বিএনপির সমাবেশের স্থানও বিএনপিই নির্ধারণ করবে। ১০ ডিসেম্বর বিএনপি কোথায় সমাবেশ করবে সেটা বিএনপিই নির্ধারণ করবে। সরকার ও পুলিশের দায়িত্ব কেবল সেখানে নিরাপত্তা নিশ্চিত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App