×

রাজনীতি

ঢাবিতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

ঢাবিতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সতর্ক অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদলের যে কোনো অপ্রচেষ্টা রুখে দিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সরেজমিনে ঢাবি এলাকা ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, কার্জন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, স্যার এ এফ রহমান হল, শহীদুল্লাহ হল, রোকেয়া হলসহ প্রায় সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছেন।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। অতীতেও আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ প্রস্তুত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App