ডিএমপির প্রস্তাব বাঙলা কলেজ, বিএনপি চায় কমলাপুর, পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেবে বিএনপি
মিরপুর বাঙলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়াম গণসমাবেশ করবে বিএনপি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ১০ মিনিটে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরের সামনে উপস্থিত হন। সাড়ে নয়টার দিকে শেষ হয় বৈঠক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।