×

খেলা

সৌদি ক্লাবে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:০৭ এএম

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানান তিনি। এবার তার সঙ্গে চুক্তি সই করেছে সৌদির ক্লাব আল নাসের। জানুয়ারি থেকেই এই ক্লাবের হয়ে খেলবেন পর্তুগিজ তারকা। আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি হয়েছে আড়াই বছরের। চুক্তি অনুযায়ী সৌদির এ ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, গত সোমবার চুক্তির বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।

এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী রোনালদো। লিওনেল মেসি বর্তমানে পিএসজি থেকে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরো অর্জন করছেন। নেইমার তার চেয়ে ৫ মিলিয়ন কম। তবে সৌদি ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তি হওয়ায় এখন কেউই তার ধারে কাছে নেই। এমনকি ফুটবল ছাড়াও ক্রীড়াঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেট হবেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

সৌদির আল নাসের ক্লাবটির কোচের দায়িত্বে রয়েছেন ফ্রেঞ্চ রুডি গার্সিয়া। এ মৌসুমে তাকে সঙ্গ দেবেন সদ্যই ফুটবল থেকে অবসর নেয়া আলভারো গনজালেজ।

দলটিতে গোলরক্ষক হিসেবে থাকছেন ডেভিড ওস্পিনা। ন্যাপোলির সঙ্গে চুক্তি শেষ করে গত মৌসুমেই ক্লাবটিতে এসেছেন কলম্বিয়ান এ গোলরক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App