×

জাতীয়

সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীরর আদালত এ আদেশ দেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির আজ ধার্য তারিখ ছিল। হাবিবুন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল তিনটার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। সরকারবিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় তারা। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইট, পাটকেলসহ ককটেলের বিস্ফোরষ ঘটায়।

এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্চয় কুমার দাস ৬৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App