×

খেলা

সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ এএম

সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা

ছবি: দ্য গার্ডিয়ানের

সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা
সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা
সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা
সুইসদের লজ্জায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা

এভাবে যে নক আউটে হারতে হবে তা হয়তো কল্পনাতেও ছিল না সুইজারল্যান্ডের। বরং ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগালের দল দেখে জয়ের আশাতেই মাঠে নেমেছিল সুইসরা। কিন্তু হলো তার উল্টো। রোনালদোবিহীন পর্তুগিজরা যেন আরো ভয়নক। সুইসদের ৬-১ গোলের লজ্জায় ডুবিয়ে গোঞ্জালো রামোসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পর্তুগিজ বাহিনী।

সুইসদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দিয়ে মাঠে নেমেও ম্যাচের শুরুতেই ১৭ মিনিটের মাথায় ১-০ গোলে গোঞ্জালো রামোস এগিয়ে দেন পর্তুগালকে। তারপর ৩৩ মিনিটে কর্ণার কিক কাজে লাগিয়ে হেড দিয়ে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন পেপে। এরপর আক্রমণের ধার বাড়িয়েও গোলের দেখা পায়নি কোনো দল।

তাই প্রথমার্ধে সুইসদের জালে ২ গোল দিয়ে এগিয়ে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় আবারো গোঞ্জালো রামোস গোল করে দলকে ৩-০ ব্যবধানে সুইসদের বিপক্ষে এগিয়ে দেন। এরপর অল্প সময় পরেই ৫৫ মিনিটে রাপাল গুয়েরেইরোর গোলে ৪-০ ব্যবধানে স্বপ্ন জয়ের পথে আরো একধাপ এগিয়ে যায় পর্তুগিজরা। ৬৭ মিনিটে আরো এক গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা ফুটবলার গোঞ্জালো রামোস। যদিও সুইসদের পক্ষে একটি গোল পরিশোধ করেন ম্যানুয়েল আকানজি।

৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ৮৫ মিনিটে একটি গোলও করেন তিনি। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে এসি মিলান তারকা রাফায়েল লেয়ো আরো একটি গোল করলে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় পায় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App