×

জাতীয়

যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে

ছবি: ভোরের কাগজ

যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে
যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে
যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে
যাত্রাবাড়ি থানার মামলায় ৫ জঙ্গি ৭ দিনের রিমান্ডে
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্তে বের হয়ে এসেছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্য জেলখানা থেকে অনলাইন ভিত্তিক গোপনীয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। তাই এবার যাত্রাবাড়ী থানার মামলায় ৫ জঙ্গিকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। রিমান্ডে নেয়া আসামিরা হলেন-খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আ: সবুর। যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আনসার আল ইসলামের ৫ সদস্যকে প্রথমে গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাব-ইন্সপেক্টর মুহাম্মদ মুসাদ্দিমুল হক। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামীদের আদালতে হাজিরের সময় সবাইকে ডান্ডাবেড়ি পরানো হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মুসাদ্দিমুল হক বলেন, এ মামলায় গ্রেপ্তার এজাহার নামীয় আসামি জাকির হোসেন ওরফে ইব্রাহিমকে গত ১৭ নভেম্বর দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকাকালে সে জানায়, বর্তমান আনসার আল ইসলামের মাস্টারমাইন্ড খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আ: সবুরসহ আরও ২০/২৫ জন সদস্য পুরো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা জেলখানা থেকে অনলাইন ভিত্তিক গোপনীয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে আনসার আল ইসলামের সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০ নভেম্বর সংগঠনের সদস্যরা আদালত প্রাঙ্গন থেকে দুর্ধর্ষ আসামি ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়। মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য পলাতক জঙ্গিদের সনাক্ত করে গ্রেপ্তার, অর্থায়নের উৎস, জঙ্গি সংগঠনের পলাতক সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিদের ১৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা। উল্লেখ থাকে, গত ২০ নভেম্বর আনসার আল ইসলামের সদস্যরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক থেকে পুলিশকে মারধর করে দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায়। পরে রাতেই মোহাম্মদ থানার মামলায় কারাগারে থাকে ১০ আসামিকে কোতয়ালী থানার দায়ের করা জঙ্গি ছিনতাইয়ের মামলায় রাতেই ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে আবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলার রিমান্ড শেষে ওই ৫ সদস্যকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন করেছে সিটিটিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App