×

জাতীয়

বিমানের নতুন এমডি শফিউল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

বিমানের নতুন এমডি শফিউল

শফিউল আজিম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি) শফিউল আজিম।

বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইদিন বাংলাদেশ জুট মিলস্‌ কপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের আরেক অতিরিক্ত সচিব রাহাত আনোয়ারকে নিয়োগ দিয়েছে সরকার।

বিমান মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে কেন্দ্র করে যাহিদ হোসেনকে অনেক আগেই সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর বিভিন্ন পর্যায়ে এমডি খোঁজার কাজ শুরু হয়। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির এমডি হতে আগ্রহী অনেক কর্মকর্তা প্রশাসনে তদবির করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে নির্লোভ, সৎ ও দক্ষ অফিসারকে নিয়োগ দিতে অতিরিক্ত সচিব পর্যায়ে খোঁজখবর নেয়া হয়।

সেই সঙ্গে যারা এ পদের জন্য লবিং-তদবির করেননি তাদের বিষয়ে খোঁজ নেয়া হয়। শেষ পর্যন্ত শফিউল আজিমকে বেছে নেয়া হয় বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App