×

জাতীয়

ডিআরইউ সদস্যদের বীমার চেক হস্তান্তর করলো বিএসইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

ডিআরইউ সদস্যদের বীমার চেক হস্তান্তর করলো বিএসইসি

ছবি: ভোরের কাগজ

ডিআরইউ সদস্যদের বীমার চেক হস্তান্তর করলো বিএসইসি

ছবি: ভোরের কাগজ

ডিআরইউ সদস্যদের বীমার চেক হস্তান্তর করলো বিএসইসি

ছবি: ভোরের কাগজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের গ্রুপ বীমার ৩য় বছরের নবায়ন প্রিমিয়ামের ১৫ লাখ ৮৯ হাজার ১৫০ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ ডিসেম্বর) বিএসইসি কার্যালয়ে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের কাছে এই চেক হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দীপু সারোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন। বিএসইসি’রর পক্ষে উপস্থিত ছিলেন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান, ড. মো. আব্দুল হালিম, ড. রোমানা ইসলাম ও পরিচালক (অর্থ) মো. মাহবুবুল আলম।

বিএসইসি’র চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা যেন সুস্থ্য থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারে- সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই প্রয়াস। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিএসইসি’র এই সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে ডিআরইউ এবং বিএসইসি আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App