×

খেলা

টাইগারদের সামনে আজ সিরিজ নিশ্চিতের সুযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ এএম

টাইগারদের সামনে আজ সিরিজ নিশ্চিতের সুযোগ

ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। এ ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে লিটন বাহিনীর। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই রোহিত-কোহলিদের। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। ভারতের জয়ের পাল্লাই ভারি। তাদের ৩০ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পায় ৬ ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এ ম্যাচটি হয়ে উঠতে পারে বাংলাদেশ দলের জন্য সিরিজ নির্ধারণী। জয়ের উল্লাস কিংবা পরাজয়ের হতাশা কোনোটিকেই খুব বেশি সময় সঙ্গী করার বাস্তবতা নেই। তৈরি হতে হবে নতুন চ্যালেঞ্জের জন্য। বাংলাদেশ যখন সেই চ্যালেঞ্জে তাকাবে সামনে, পেছনের অস্বস্তিও এখানে উঁকি দিতে পারে। পরের ম্যাচেও যদি হয় পুনরাবৃত্তি, তাহলে কমে যাবে সিরিজ জেতার সম্ভাবনা। অন্যদিকে বাড়বে ভারতের ঘুরে দাঁড়ানোর আশা। সা¤প্রতিক সময়ে যা বেশ কয়েকবার করে দেখিয়েছে সফরকারীরা। তাই ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করতে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই স্বাগতিকদের। এদিকে ভারতের বিপক্ষে দ্বিতীয়

ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। যেখানে আত্মবিশ্বাস খুঁজতে চায় মিরাজ-মোস্তাফিজের লড়াকু ইনিংসে। প্রথম ওয়ানডে জয় বদলে দিয়েছে টাইগারদের ড্রেসিংরুমের আবহাওয়া। ম্যাচ জয়ের পরদিন কোনো অনুশীলন করেনি দল। তবে টিম হোটেলে হয়েছে সুইমিং আর জিম সেশন।

প্রথম ওয়ানডেতে সাকিব-মিরাজ ঝলকে কিছুটা পাদপ্রদীপের নিচে ছিলেন ৪ উইকেট নেয়া পেসার ইবাদত হোসেন। দ্বিতীয় ম্যাচের আগেই ঠিক করেছেন নিজ ও দলের লক্ষ্য। রোমাঞ্চকর জয়ে যে আত্মবিশ্বাস ফিরেছে ড্রেসিংরুমে, তাতে ভর করে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজি নিশ্চিত করার লক্ষ্য দলের। এ বিষয়ে ইবাদত হোসেন বলেন, ‘সিরিজে আমরা ১-০ তে এগিয়ে আছি। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিতে গেছি। আগের ম্যাচ জয়ের আত্মবিশ্বাস এবং যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামব। লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।’

এদিকে প্রথম ম্যাচের পরাজয়ে ভারতীয়রা ভড়কে যাচ্ছেন না বলেই দাবি রোহিত শর্মার। প্রথম ম্যাচের পর ভারতীয় অধিনায়ক বলেন, নিজেদের লড়াকু মানসিকতার ওপর আস্থা আছে তাদের, ‘আমি জানি না, কয়েকটি অনুশীলন সেশনে কতটা উন্নতি করা যাবে। তবে সবার মধ্যে (ঘুরে দাঁড়ানোর) প্রবৃত্তিটা রয়েছে। এখন শুধু চাপ সামাল দেয়ার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা শিখবে এবং আমরা সামনের ম্যাচের দিকে তাকিয়ে। আশা করি আমরা পরিস্থিতি বদলে দিতে পারব। এই কন্ডিশনে ঠিক কী করতে হবে, তা আমাদের জানা আছে।’

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে ওপেনার ধাওয়ান বলেছেন, ‘আপনি সব সময়ই এই দ্বৈরথকে অনুভব করবেন। অবশ্যই সব দলের বিপক্ষেই দ্বৈরথ আছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা আবেগী। তারা খুব উপভোগ করে আর প্রবল আগ্রহ নিয়ে আসে মাঠে। এটা ভালো মজার। আমাদেরও আরো আগ্রহী করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App