রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চলে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। কোথায় যাচ্ছেন বার বার জানতে চাইলেও এড়িয়ে যান তিনি।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় মির্জা ফখরুল দলের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তিনি কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে রাস্তার ওপর বসে পড়েন।
আজ বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।